Image description

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলোতে এখনো ঐকমত্য হয়নি, সেগুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, আগামী সংসদ নির্বাচনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন এবং বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।

গণমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে মির্জা ফখরুল এই মন্তব্যগুলো করেন। তিনি বলেন, নতুন সংবিধান গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না, কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক রয়েছে। তবে তিনি বিদ্যমান সংবিধানের ভুলত্রুটি সংশোধন করার পক্ষে মত দেন।

আগামী নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিনি বিশ্বাস করেন যে নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “দলগুলো বিভিন্ন কথা বললেও নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক উত্তরণ দেরি হবে, এটা সবাই উপলব্ধি করে।”

বিএনপির মহাসচিব সংস্কার কার্যক্রমকে তাদের ‘সন্তান’ হিসেবে তুলনা করে বলেন, “দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনের সবচেয়ে বড় শিকার বিএনপি। তাই সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আমাদের আপস করার কোনো সুযোগ নেই।” তিনি বলেন, যে সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলোর এখনই বাস্তবায়ন হওয়া উচিত। আর যেগুলোতে একমত হওয়া যায়নি, সেগুলো পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হোক।