
গণভোটে সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি না টিকলে আপত্তি নেই জামায়াতের। আর টিকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে বলেন, “পিআর ইস্যুতে সব রাজনৈতিক দলকে ডেকে জাতীয় সংলাপ করুন। সাজানো-পাতানো নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না।” তিনি কোনো রাজনৈতিক দলের চাপ অনুভূত হলে পিআর ইস্যুটি গণভোটের জন্য ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।
বিএনপির প্রতি ইঙ্গিত করে পরওয়ার বলেন, “একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।” তিনি একটি জরিপের উল্লেখ করে দাবি করেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তিনি আরও বলেন, “বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন না করলে যারাই ক্ষমতায় আসবে, তারাই স্বৈরাচার হয়ে উঠবে।”
Comments