
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (রোববার) বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন। তবে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে বিএনপি বিকেল ৩টার পরিবর্তে সন্ধ্যার পর এই বৈঠকে যোগ দেবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন যে, বৈঠকে মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। জানা গেছে, বিকেল ৪টা ৩০ মিনিটে জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার অনুষ্ঠিত একটি সভায়, যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোকে আবার আলোচনায় ডাকা হয়েছে।
নুরের ওপর হামলার ঘটনায় সরকার একটি বিচার বিভাগীয় তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকার দৃঢ় অঙ্গীকার জানিয়েছে।
জুলাই সনদ নিয়ে চলমান মতবিরোধ এবং নির্বাচন পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে জামায়াতের মতো দলগুলোর দাবির মুখে এই বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Comments