Image description

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান দেশ-বিদেশের ‘স্বাধীনতাবিরোধী চক্র’র বিরুদ্ধে তার প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার জীবন বড় শঙ্কায় আছে। মব সৃষ্টিকারীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে তারা অবস্থান নিয়েছে।”

ফজলুর রহমানের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি বেসরকারি টিভি টকশোতে দেওয়া বক্তব্য বিতর্কিত হওয়ায় সোমবার তার বাসার সামনে কিছু মানুষ গ্রেপ্তারের দাবিতে অবস্থান নেন। আগের দিন তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) বিক্ষোভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) তার কুশপুত্তলিকায় আগুন দেয়।

তিনি বলেন, “আমার এলাকার মানুষ নিস্তব্ধ হয়ে গেছে। সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী আমার বেঁচে থাকার অধিকার আছে।” হুমকিদাতাদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, “ওরা শিশু-বাচ্চা, সকাল ৭টা থেকে আমার বাসার সামনে আছে। শুনেছি, তারা একটি ছাত্র সংগঠনের, তবে আমাদের দলের নয়। তাদের সংখ্যা সাত থেকে নয় জন। তারা বলছে, ‘ফজলু পাগলাকে গ্রেপ্তার কর, হত্যা কর।’”

ফজলুর রহমান অভিযোগ করেন, “ফজলু পাগলা নামটি প্রথমে আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলাম। এই কথা প্রথম বলেছেন মুফতি আমির হামজা নামে একজন।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশের স্বাধীনতাবিরোধী শক্তি, ইউটিউবার ও তাদের পক্ষে সাংবাদিকতা করা ব্যক্তিরা এর পেছনে রয়েছে। ফ্রান্স থেকে দুজন ইউটিউবার আমাকে হত্যার কথা বলেছে। জামায়াতের এক ইউটিউবার বলেছে, ‘ফজলু পাগলাকে জবাই করে হত্যা করতে হবে।’”

দলের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, “দল অবশ্যই সাপোর্ট করবে। আমি ও আমার পরিবার হত্যার হুমকির মধ্যে আছে, এটা দলকে জানাব।” তবে তিনি মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা বা জিডি করবেন না বলে জানান। তিনি বলেন, “মৃত্যুকে আমি ভয় করি না, তবে অপমৃত্যু লজ্জাজনক।”

ফজলুর রহমানের বিতর্কিত বক্তব্যে বলা হয়েছিল, “যারা ৫ অগাস্ট ঘটাইছে, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম ও তাদের অগ্রগামী শক্তি ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমরা ৫ অগাস্টের অভিনেতা।” এ বক্তব্যের জেরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিস দেয়। এ বিষয়ে তিনি বলেন, “এটা স্বাভাবিক। দল মনে করলে কর্মীর ত্রুটি আছে, শোকজ করতেই পারে।”

৫ অগাস্টের অভ্যুত্থান প্রসঙ্গে সমালোচনার জবাবে তিনি বলেন, “তারা বলুক, যদি আমার অপরাধ হয়ে থাকে, মামলা করুক, মিছিল করুক, জুতা মারুক। কিন্তু আমাকে হত্যার স্লোগান কেন?” তিনি সেগুনবাগিচায় তার বাসার সামনে নিরাপত্তা বাড়ানোয় পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা ও আইনজীবী অভিক রহমান উপস্থিত ছিলেন।