সংবিধান উপড়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের বিরোধীরা: হেলেন জেরিন

জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে রচিত সংবিধান উপড়ে ফেলার কথা বলে মুক্তিযুদ্ধের বিরোধীরাই আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাউয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলেন জেরিন খান বলেন, “যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখনো বিভিন্ন সংগঠনের মাধ্যমে নির্বাচন নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। কখনো গণভোট, কখনো স্থানীয় নির্বাচন বা প্রেসিডেন্টকে সরানোর কথা বলে তারা সংবিধান ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু জনগণ নির্বাচন চায়। নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।”
অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সরোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবীর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির সদস্য তোফাজ্জেল হোসেন খান সান্টু, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া ইসলাম লাইজু, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Comments