Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র কারাগারে বন্দি ছিল এবং নির্বাচনকে নির্বাসিত করা হয়েছিল। তিনি বলেন, “নিশিরাতের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছিলেন।” তিনি আওয়ামী লীগকে একটি মাফিয়া ও সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে অভিহিত করে বলেন, তাদের ডিএনএতে গণতন্ত্র নেই।

শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চকরিয়া সরকারি কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ এই সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সালাহউদ্দিন বলেন, “গণতন্ত্র মানে মানুষ যাকে পছন্দ করবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু পিআরের মাধ্যমে কে এমপি হবে, তা কেউ জানে না।” তিনি পিআর সমর্থকদের উদ্দেশে বলেন, “আসুন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আলোচনা করি।” তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা হবে এবং নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি এ দেশের মানুষ নন। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, বরং তারা অন্য দেশের অঙ্গসংগঠন ছিল।” তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ বিরোধী মত দমন করতে সাইবার সিকিউরিটি আইন ব্যবহার করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে।

সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম মোবারক আলী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।

এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী প্রমুখ।

দীর্ঘ ৫ বছর পর আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। গান, ঢোল বাদ্য আর নাচের তালে হাজার হাজার মানুষ সম্মেলনে যোগ দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।