
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছেন, তারা অজান্তেই পরাজিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত নয়, যা ফ্যাসিবাদী শক্তিকে তাদের অপকর্ম জাস্টিফাই করার সুযোগ করে দেয়।” তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, “অপরাজনীতি বন্ধ করে জনগণের শক্তির ওপর ভরসা রাখুন। বিএনপির বিজয় যদি জনগণের রায়ে হয়, তবে তা ঠেকাতে গিয়ে জনগণের রায়ের পথ রুদ্ধ করবেন না।” তিনি প্রস্তাবিত পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন পদ্ধতিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উপযোগী নয় বলে মন্তব্য করেন। তিনি জানান, এ পদ্ধতিতে জনগণের প্রতিনিধি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন।
হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তারেক বলেন, “এ দেশ সবার। দল, ধর্ম, বা জাতিগত ভেদাভেদ ছাড়া প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবেন। এটিই বিএনপির নীতি।” তিনি আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ অনেকে। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।
Comments