Image description

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, বিভিন্ন গণমাধ্যমে তাদের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ হাজির করা যায়নি। তিনি বলেন, “এক বছরে একজনও যদি প্রমাণ দিতে পারে যে আমরা দুর্নীতি করেছি যদি নথি, অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজে প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্রহনন করা হলে তার দায় নিতে হবে।”

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। তিনি বলেন, পুরোনো নিয়মে আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন হলে তা হবে ‘মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি’। জনগণ যাতে নিজেদের প্রকৃত বিকল্প বেছে নিতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি জানান, এনসিপি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা করবে না। তাদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া এবং জনগণের আস্থা থাকলেই তারা টিকে থাকবে।