
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, খোরশেদ আলম সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত সাংবাদিক খোরশেদ আলম জানান, তিনি ঝিনাইগাতীর একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের অপকর্মের বিরুদ্ধে নিয়মিত সংবাদ সংগ্রহ করছিলেন। এ কারণে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, এই হামলা পূর্বের সেই হুমকিরই বাস্তবায়ন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলার সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা ব্যাপক প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
Comments