
যারা দেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তারা মূলত গণতন্ত্রের শত্রু এবং জনগণের বিপক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ। শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত বা বানচাল করতে চায় গণতন্ত্রের শত্রুরা । তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। যারা এই যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চাইবে জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
সালাহ উদ্দিন আহমদ জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুসরণ করছেন। তিনি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যের ওপর জোর দেন। তিনি বলেন, “আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমাণ যার জন্য আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন।”
তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে।
সবশেষে তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করে বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারী হয়ে আছেন।
Comments