Image description

মাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উপজেলা কমিটি থেকে চারজন নেতা পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) শিবচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তারা। 

পদত্যাগকারী নেতারা হলেন শাকিল খান, মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন এবং কাজী রফিক।

পদত্যাগের কারণ হিসেবে তারা নেতৃত্বের অযোগ্যতা ও পারিবারিক চাপের কথা উল্লেখ করেছেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, তারা একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু শিবচর উপজেলায় দলের নেতৃত্ব "অযোগ্য ও বিতর্কিত" কিছু ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে দলের ত্যাগী কর্মীরা বঞ্চিত হচ্ছেন।

তারা আরও জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পরিবারে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে এবং এর ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত। দীর্ঘ আলোচনার পর স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা নিজেদের অনিচ্ছাকৃত ভুলের জন্য শিবচরবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন। বর্তমানে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।