Image description

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারণে একটি দেয়াল ধসে অন্তত সাতজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন শিশু রয়েছে। শনিবার (৯ আগস্ট) রয়টার্স দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার রাতভর প্রবল বৃষ্টির পর জৈতপুরের মোহন বাবা মন্দিরের পাশে একটি দেয়াল ধসে পড়ে। এই দেয়ালের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সাতজনকে মৃত ঘোষণা করেন। দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ঐশ্বর্য শর্মা জানিয়েছেন, নিহতরা দিনমজুর ছিলেন এবং তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকজন অভিবাসী শ্রমিকও ছিলেন।

প্রাথমিকভাবে দিল্লি ফায়ার সার্ভিস আটজনের মৃত্যুর খবর দিলেও পরে সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। আহত এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিটে খবর পেয়ে তিনটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

দিল্লিতে কয়েক দিনের বিরতির পর আবারও মৌসুমী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিতে শহরের অনেক রাস্তা ডুবে গেছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে। ভারতের আবহাওয়া দপ্তর প্রথমে ভারী বৃষ্টির জন্য 'রেড অ্যালার্ট' জারি করলেও পরে তা 'ইয়েলো অ্যালার্ট'-এ নামিয়ে আনে।

নয়াদিল্লিতে কাজের খোঁজে আসা বহু অভিবাসী শ্রমিক অবৈধ বসতিতে বসবাস করেন। এই বসতিগুলোর নির্মাণ মান নিম্ন হওয়ায় ভারী বর্ষণে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হতে হয়।