Image description

বিক্রমপুর মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট এন্ড প্লানার্স সোসাইটির উদ্যোগে “গ্র্যান্ড গেট-টুগেদার ও ডিসকাশন মিটিং-২০২৫” জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রিসোর্টে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

বিক্রমপুর-মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আলোচনা সভায় পেশাগত উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অবদান রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

মধ্যাহ্নভোজের পর রিসোর্টের পর্দা লাউঞ্জ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মূল আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের সাবেক সভাপতি ও বুয়েটের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গাউস মহিউদ্দিন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী মো. মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আহসানুল রাসেলসহ এলজিইডি, পিডিবি, ডিপিডিসি, ডেসকো এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ও টেক্সটাইল সেক্টরের প্রকৌশলীরা।

সভায় সর্বসম্মতিক্রমে রাজউকের প্রধান প্রকৌশলী মো. মোবারক হোসেনকে আহ্বায়ক এবং আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য এস এম ফয়সাল মাহমুদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া, প্রকৌশলী মো. শাহিন হোসেন এবং প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করবে এবং স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভার পাশাপাশি অংশগ্রহণকারীরা গ্রুপ ফটো সেশন, মধ্যাহ্নভোজ, রিসোর্টের সুইমিংপুলে সাঁতার এবং বিভিন্ন বিনোদনমূলক আড্ডায় মেতে ওঠেন।