Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন যে, অন্তবর্তী সরকার সংস্কার, বিচার এবং জুলাই সনদে গুরুত্ব না দিয়ে দেশকে এক নতুন গভীর ষড়যন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। শনিবার (৯ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকার সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনের পথে হাঁটছে। গণঅভ্যুত্থান জনগণ করেছে দেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য। যারা শহীদ হয়েছেন, তাদের বিচার এবং একটি আমূল সংস্কারের মধ্যদিয়ে মানুষ যাতে শান্তি পেতে পারে, তার জন্য মানুষ জীবন দিয়েছিল।"

তিনি আরও বলেন, "নির্বাচনের মধ্যদিয়ে যদি মৌলিক কাঠামোতে পরিবর্তন না আসে, তাহলে শহীদদের এবং দেশের ১৮ কোটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।"

এনসিপির এই নেতা মনে করেন, সরকারের উচিত ছিল জুলাই সনদের তারিখ ও বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য দেওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা। কিন্তু তা না করে শুধু নির্বাচনের তারিখ ঘোষণা করা বাংলাদেশকে গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে।

নাসির উদ্দিন পাটোয়ারী সরকারকে আহ্বান জানান, "সংস্কার, বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে, একইসঙ্গে এগুলোর তারিখ বা প্রস্তাবনা জাতির সামনে উন্মোচন করা উচিত।" তিনি সরকারকে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।