পিআর পদ্ধতিতে স্থিতিশীল সরকার সম্ভব নয়: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন সম্ভব নয়। নেপালের উদাহরণ টেনে তিনি বলেন, “সেখানে মাত্র তিন বছরে দশবার সরকার পরিবর্তন হয়েছে, এটি প্রমাণ করে স্থায়িত্বহীনতা উন্নয়নের পথে বড় বাধা।”
শনিবার (৯ আগস্ট) সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে মন্তব্য দুদু বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হয়েছে, এটি অন্তত দেশের মানুষের জন্য গৌরবের, কারণ এই সরকার ২০২৪-পরবর্তী সময়ে জনগণ, বিএনপি এবং ছাত্রসমাজের সমর্থনে গঠিত হয়েছে। তবে এখনো প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়নি। এই সরকারের মূল কাজ হওয়া উচিত একটি অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, যেখানে ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরোধিতা করা সব দল অংশ নেবে। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন হলেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।”
জামায়াতের এক নেতার পিআর সমর্থন এবং চরমোনাই পীরের বক্তব্যের প্রসঙ্গে দুদু বলেন, “চরমোনাই পীর একজন শ্রদ্ধেয় মানুষ হলেও মাঝে মাঝে রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে মন্তব্য করেন। তিনি যদি নিজের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাতেন, তাহলে বুঝতে পারতেন, তার দল কখনো সংসদে যায়নি, সরকারও গঠন করতে পারেনি। ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় আসে, তখন চাইলে পিআর বা অন্য কোনো পদ্ধতি চালু করতে পারে। কিন্তু এখনই অন্যের কাঁধে ভর দিয়ে চাপিয়ে দেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারের স্থায়িত্ব অপরিহার্য। সকাল-বিকাল সরকার পরিবর্তন হলে কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়।”
আগামী নির্বাচনে নিজের অবস্থান জানিয়ে দুদু বলেন, “আমি চুয়াডাঙ্গার মানুষ, এখান থেকে দুইবার এমপি হয়েছি। ভবিষ্যতেও এখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করব। অন্য কোনো আসন থেকে নির্বাচন করার ইচ্ছা নেই।”
আওয়ামী লীগের কলকাতা অফিস প্রসঙ্গে দুদু বলেন, “শেখ হাসিনার আমলে বাংলাদেশ কার্যত ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। এখন অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছে। ওবায়দুল কাদের অতীতে বলেছিলেন পালাবেন না, কিন্তু তিনিও এখন ভারতে আছেন। বড় অংশ প্রায় ৮০ শতাংশ নেতাই ভারতে অবস্থান করছে।”
তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সময় বিএনপি নেতাকর্মীরা গুম, খুন ও হামলার শিকার হয়েছে। আমার ছোট ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে, আমার চাচাতো ভাই এখনো নিখোঁজ। দেশ ছেড়ে বিদেশে বসে রাজনীতি করা জনগণের প্রতি বিশ্বাসঘাতকতার সমান।”
Comments