Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে চলছে নানা আলোচনা। তবে সব আলোচনা পেছনে ফেলে বুধবার (৬ আগস্ট) রাতে ঝুম বৃষ্টির মধ্যে সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রাতে কক্সবাজারের হোটেল মোটেল রোডে ঘুরতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে। পরে তিনি সৈকতে নেমে একদল যুবকের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন এবং স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদ।

এদিকে, একটি সূত্রে খবর আসে যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সস্ত্রীক গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। 

হোটেল প্রাসাদ প্যারাডাইসের ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী জানান, “তারা হয়তো লাঞ্চের পর চলে গেছেন, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।” 

হোটেলের অভ্যর্থনা কর্মকর্তা জানান, সারজিস আলম সকালে বেরিয়েছিলেন কি না, তা জানা নেই। তবে তিনি ফিরে আসার কথা রয়েছে। তাদের চেকআউটের বিষয়ে স্থানীয় নেতারা যোগাযোগ করছেন, তাই সঠিক সময় জানা যায়নি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং তার স্ত্রী তাসনিম জারা, যিনি দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। সারজিস আলমের স্ত্রীও তাদের সঙ্গে ছিলেন। তবে এই নেতাদের ভ্রমণ কখন শেষ হবে, সে বিষয়ে দলের কেন্দ্রীয় বা স্থানীয় কোনো নেতা কিছু জানাননি।