Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেললাইনে মাদক সেবনের সময় ট্রেনে কাটা পড়ে লিমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ রেলস্টেশনের দক্ষিণে মিত্রবাটি এলাকার ‘চারশ পঞ্চাশ’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন পৌর শহরের মহিলা কলেজ এলাকার সহিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী তুহিন জানান, লিমন রেললাইনে বসে আঠা জাতীয় মাদক (ড্যান্ডি) সেবন করছিলেন। এ সময় পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী কাঞ্চন কমিউটার ট্রেনটি তার কাছাকাছি পৌঁছলে তিনি হাত দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার জনতা রানী জানান, বিকেল ৫টার দিকে কাঞ্চন কমিউটার ট্রেনটি পীরগঞ্জ স্টেশন ছেড়ে যায়। মিত্রবাটি এলাকার ‘৪৫০’ নামক স্থানে পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জিআরপি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে ফেভিকল আঠার একটি কৌটা উদ্ধার করা হয়েছে।”