Image description

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাসপট্টি এলাকা থেকে নিখোঁজ শিশু হাসান (৫) এর সন্ধান ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি। হাসান ওই এলাকার বটতলার বাসিন্দা দেলু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসান তার বাড়িতে খেলা করছিল। বাড়ির নিচ দিয়ে প্রবাহিত পদ্মা নদী থেকে আসা একটি খালে বর্তমানে প্রচণ্ড স্রোত রয়েছে। স্থানীয়দের ধারণা, খালের পাড়ে খোলা জায়গায় খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যেতে পারে শিশুটি। তার ব্যবহৃত একজোড়া জুতা খালের পাড়ে পড়ে থাকতে দেখা গেছে।

নিখোঁজের পরপরই স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও হাসানের সন্ধান না পেয়ে তারা সন্ধ্যায় ফিরে যান।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, “ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। যদি দূরবর্তী কোনো স্থানে শিশুটিকে ভাসতে দেখা যায়, তবে সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে বা ফায়ার সার্ভিসে জানানোর জন্য অনুরোধ করছি।”

লৌহজং ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আশিক মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন, “গতকাল মুন্সীগঞ্জ থেকে দুজন ডুবুরি এসেছিলেন। তারা রাত পর্যন্ত কাজ করেছেন, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছি। খালে প্রচণ্ড স্রোত ও ময়লা-আবর্জনার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।”