Image description

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দর্শনা সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে অভিযান চালিয়ে ২ কেজি ৪৪৯ গ্রাম ওজনের ২১টি স্বর্ণের বারসহ মো. আবদিন মিয়া নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদের পাশে একটি খাদ থেকে ৯টি এবং আটক আবদিনের কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হতে পারে। এরপর সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল ইশ্বরচন্দ্রপুর সড়কের পাশে অ্যাম্বুশ করে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে দুজন সন্দেহভাজনকে দেখে টহল দল থামার সংকেত দেয়। এ সময় একজন পালিয়ে গেলেও আবদিন মিয়া পাশের একটি পুকুরে লাফ দেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

আটকের সময় আবদিন পুকুরে একটি প্যাকেট ছুঁড়ে ফেলেন। তার শরীর তল্লাশি করে স্কচটেপে মোড়ানো আরেকটি প্যাকেট উদ্ধার করা হয়। পানিতে ফেলে দেওয়া প্যাকেটটিও উদ্ধার করা হয়। এই দুই প্যাকেট থেকে মোট ২১টি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটক আবদিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।