
দেশে ‘মবতন্ত্র’ কায়েম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
রাকিব অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলছে। তিনি বলেন, সারাদেশে হত্যাকাণ্ড ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার। তিনি আরও দাবি করেন, রাতের আঁধারে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানকে জড়িয়ে যে 'লজ্জাজনক অপপ্রচার' চালাচ্ছে, তা প্রমাণ করে যে নির্দলীয় সরকার এরই মধ্যে নিরপেক্ষতা হারিয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের নোংরা অপপ্রচার ও গোপন ষড়যন্ত্র থেকে ফিরে আসার আহ্বান জানান। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে পুরানা পল্টন, শিক্ষাভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শাহবাগে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
Comments