
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র্যালির বদলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল-নর্দমা পরিষ্কার করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে নেওয়া এই ‘জনবান্ধব’ কর্মসূচির জন্য ডিএমপি বিএনপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানান। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকায় রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করলে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করবে, যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গত ২৩ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিলেন। ডিএমপি মনে করে, বিএনপির এই উদ্ভাবনী কর্মসূচি সেই আহ্বানেরই প্রতিফলন।
Comments