Image description

রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার  কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা আর বাংলাদেশে প্রবেশ না করে।

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাব দেন ড. ইউনূস। 

তিনি জোর দিয়ে বলেন, এই সমস্যার সৃষ্টি মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই হতে হবে। একই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ এখন স্থিতিশীল অবস্থায় আছে এবং জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।