Image description

দেশের বাজারে ৭৩৯টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা এখন থেকে আর উৎপাদকের হাতে থাকবে না। হাইকোর্ট আজ এক রায়ের মাধ্যমে এই ক্ষমতা সরকারের কাছে ফিরিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে এই রায় দেন।

জানা যায়, দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় এসেছে। ১৯৯৩ সালে সরকার ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট জারি করলেও, পরের বছর ১৯৯৪ সালের এক সার্কুলারে সেই ক্ষমতা সীমিত করে। ওই সার্কুলারকে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৮ সালে আইনজীবী মনজিল মোরশেদ জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করেন।

আদালত রায়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং ওষুধ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের ফলে ওষুধের বাজারে অস্থিরতা কমবে এবং সাধারণ মানুষের ওপর থেকে আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।