নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ‘অতি-দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন উদযাপন’

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে ‘অতি-দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন উদযাপন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে(২৫ আগস্ট) নীলফামারী জেলা মডেল মসজিদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন বক্তব্য দেন।আয়োজক দফতরের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমীন স্বাগত বক্তব্য ও গ্রাজুয়েশন তথ্য উপস্থাপন করেন ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট সৈয়দ ছাগির আহমেদ।
এছাড়াও গ্রাজুয়েশনে উন্নিত হওয়া নীলফামারী শহরের রেনু বেগম ও টুপামারী ইউনিয়নের শরিফা বেগম বক্তব্য দেন। নীলফামারী পৌরসভা ছাড়াও পলাশবাড়ি, টুপামারী, খোকশাবাড়ি ইউনিয়নের জীবন মান উন্নয়ন হওয়া তিন শতাধিক নারী এতে অংশ নেন।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ জানান, আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় অতি দারিদ্র সীমা উত্তীর্ণ করায় এসব নারীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এসব নারীদের জীবন মান উন্নয়নে আত্মকর্মসংস্থান মুলক নানা কর্মকান্ড পরিচালনায় সহযোগীতা করে ওয়ার্ল্ড ভিশন এবং পরিবারগুলোর শিশুদের শিক্ষা ও চিকিৎসা সেবায়ও সহযোগীতা করে থাকে।
জেলা প্রশাসনের সহযোগীতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Comments