
ফরিদপুরের সালথায় গণঅধিকার পরিষদের আলোচনা সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কের পাশে অবস্থিত দলটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা শাখার সভাপতি ফারুক ফকির ফরিদপুর-২ আসনের এমপি পদপ্রার্থী। সভার ব্যানারে ফরহাদ মিয়ার নির্বাচনী প্রচারণার কথা উল্লেখ থাকায় ফারুক ফকিরের সমর্থকরা প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন ও অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ।
সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান জানান, ব্যানারে নাম নিয়ে দুই এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত করে সভা সংক্ষিপ্তভাবে শেষ করা হয়।
Comments