Image description

সারাদেশে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের পরিবর্তে এ কর্মসূচি এখন ১২ অক্টোবর থেকে শুরু হবে। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রয়োজনীয় প্রস্তুতিতে বিলম্ব হওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, স্বাস্থ্য সহকারীদের আন্দোলন শেষ হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচি মোট ১৮ কর্মদিবস চলবে। প্রথম ১০ দিন বিভিন্ন বিদ্যালয়ে এবং পরবর্তী আট দিন টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।

এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোর-কিশোরী বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে। এই টিকার একটি মাত্র ডোজ ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। 

উল্লেখ্য টিকার নিবন্ধন ১ আগস্ট থেকে অনলাইনে শুরু হয়েছে এবং যারা এখনো নিবন্ধন করেননি, তারা vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন সনদ অথবা বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। এই টিকা সম্পূর্ণ পরীক্ষিত এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।