Image description

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৫ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে। দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ২৫ শতাংশেরও বেশি এই রোগে ভুগছেন। শুক্রবার রাজধানীর শাহবাগে বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশের (ডিএনএসবি) পঞ্চম বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভুল খাদ্যাভ্যাস, মানসিক চাপ, প্রক্রিয়াজাত ও ভেজাল খাবার গ্রহণ, এবং কায়িক পরিশ্রমের অভাবের কারণে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান জানান, যাদের পরিবারে ডায়াবেটিস আছে, তাদের জেনেটিক্যালি আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে তারা যদি নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি থেকে নিজেদের রক্ষা করতে পারবেন।

বারডেমের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান বলেন, নগরায়ন, আধুনিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অনীহার কারণে গ্রাম ও শহরে সমানভাবে ডায়াবেটিস ছড়াচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯৭ সালেই ডায়াবেটিসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। ডিএনএসবি'র সভাপতি আখতারুল নাহার আলো এই রোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন অন্তত এক ঘণ্টা হাঁটা এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা জরুরি। এছাড়া, সাধারণ সম্পাদক খালেদা খাতুন বলেন, পুষ্টি সংক্রান্ত সমস্যা সমাধানে জনগণকে সচেতন করতে হবে, যা সুস্থ জীবনযাপনে সাহায্য করবে।

সম্প্রতি ল্যানসেট সাময়িকীর গবেষণায় জানা গেছে, বর্তমানে সারা বিশ্বে প্রায় ৮০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।