Image description

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় খাল থেকে হারুন নামে এক স্কেভেটর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে থানার মোহরা এলাকার কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হারুনের বাড়ি নোয়াখালী বলে জানিয়েছেন মোহরা পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) আজিজুল হক। তিনি বলেন, হারুন পেশায় স্কেভেটর চালক। তার পরিবার আমাদের সাথে রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। আমরা তাদের জানিয়েছিলাম, একজন লোক ক্রেনের নিচে চাপা পড়ে আছে। কিন্তু তারা কোনো উদ্ধার অভিযান চালায়নি। আজ বিকেলে লাশটি ভেসে ওঠে, বলেন তিনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।