
যশোরের কেশবপুর মাছ বাজারসংলগ্ন একটি ভবনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে শিশুসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মাছ ব্যবসায়ীর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই ধোঁয়া ও শিখায় ভাড়াটিয়ারা আটকা পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে কয়েক লাখ টাকার মালামাল।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাছ ব্যবসায়ী মাহাবুর রহমানের বাড়ির নিচ তলায় ককসেট ও প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে মাছ শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা ভাড়াটিয়ারা আটকা পড়েন।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সবুজ শেখ (৪২), তার স্ত্রী ঝুমুর বেগম (৩৮), সন্তান তাসনিয়া (৯), তাসফিয়া (২ বছর ৬ মাস), রবিউল শেখ (২০), রমজান শেখ (১৩) এবং আব্বাস উদ্দিন (৩৯) অগ্নিদগ্ধ হয়ে আহত হন। তাদের সবার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া ও চরনাজিম উদ্দিন এলাকায়।
আহতদের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশে দগ্ধ ক্ষত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত। এতে গোডাউনে থাকা ককসেট ও প্লাস্টিকের ক্যারেট পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
Comments