Image description

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় আকাশ থাকবে প্রধানত শুষ্ক। এখানে বৃষ্টির সম্ভাবনা কম, তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সকালের পর থেকে দিনের বাকি সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

রোববার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগে অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।