Image description

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জানতে ও জানাতে কয়েকটি জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত জরুরি নম্বরগুলো হলো:
১. মিলিটারি রেস্কিউ ব্রিগেড: ০১৭৬৯০২৪২০২
২. সিএমএইচ বার্ন ইউনিট: ০১৭৬৯০১৬০১৯
৩. সিএমএইচ ইমার্জেন্সি: ০১৭৬৯০১৩৩১১
৪. মাইলস্টোন স্কুল (অ্যাডমিন অফিসার): ০১৮১৪৭৭৪১৩২
৫. মাইলস্টোন স্কুল (ভাইস প্রিন্সিপাল): ০১৭৭১১১১৭৬৬
৬. ন্যাশনাল ইমার্জেন্সি নম্বর ৯৯৯: এই নম্বরে কল করলে বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।


এদিকে আজ দুপুর ১টার পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয়, সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।
 
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় অন্তত ৫০ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যারা সবাই গুরুতর দগ্ধ। এছাড়া উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতালে আরও বহু দগ্ধ ও আহত শিক্ষার্থী চিকিৎসাধীন।