
সম্প্রতি গণমাধ্যমের খবরে ‘এবছর অপরাধ তীব্র হারে বেড়েছে’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ‘ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে’ বলে মনে করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশের করা অপরাধের পরিসংখ্যান তুলে ধরে ‘এই বছর অপরাধ তীব্রভাবে বাড়ছে’ বলে যে দাবি করা হয়েছে, তা পুরোপুরি সঠিক নয় বলে জানানো হয়েছে। প্রকৃতপক্ষে, এই পরিসংখ্যান গত ১০ মাসে বড় ধরনের অপরাধের ঘটনার স্থিতিশীলতা প্রকাশ করে বলেও দাবি করেছে প্রেস উইং।
প্রেস উইং মনে করে, ‘এগুলো অপরাধ প্রবাহের লক্ষণ নয়; প্রকৃতপক্ষে, সবচেয়ে গুরুতর অপরাধগুলোর মধ্যে কিছু কমছে বা স্থিতিশীল। মাত্র কয়েক ধরনের অপরাধ বেড়েছে। এক্ষেত্রে নাগরিকদের সতর্ক থাকা উচিত, তবে এটাও আস্থা রাখা উচিত যে আইন প্রয়োগকারী সংস্থা নিয়ন্ত্রণ বজায় রাখছে, যা তুলনামূলকভাবে অপরাধের ঘটনাগুলোর স্থিতিশীলতা দেখলেই বোঝা যায়।’
Comments