Image description

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গোপন তৎপরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত  হয়।

পথসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিত ইসলাম ও সদস্য সচিব মো. তারেক মিয়া। 

এসময় ছাত্রদলনেতা শাহ রাহুল, সাজিদুল ইসলাম সহ সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।