Image description

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন, যা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই আকস্মিক ছুটি এবং পরবর্তী সম্ভাব্য পদায়ন কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন দীর্ঘ কয়েক মাস ছুটিতে থাকবেন। একই সঙ্গে তাকে পররাষ্ট্রসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্বে যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

উল্লেখ্য, এটি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রসচিব পদে দ্বিতীয়বারের মতো পরিবর্তন। গত বছরের সেপ্টেম্বরে বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন পররাষ্ট্রসচিবের গুরুত্বপূর্ণ পদে এসেছিলেন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ের আগেই এই পরিবর্তন সরকারের উচ্চপর্যায়ের কোনো বার্তা বহন করছে কিনা, তা নিয়ে চলছে নানা জল্পনা।