গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটির সভা থেকে বের হওয়ার পর ৬ ইউপি চেয়ারম্যান আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা থেকে বের হওয়ার পর আজ বুধবার ওই উপজেলার ছয়জন ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। দুপুর আড়াইটার দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১টার দিকে ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। বেলা আড়াইটার দিকে সভা শেষ হয়। সভা থেকে বের হওয়ার পর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ওই ছয়জন ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান আকন্দ, আওয়ামী লীগের নেতা গজারিয়া ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল এবং ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল।
আটকের বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, অপারেশন ডেভিড হান্টের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগ নেতা।
এদিকে বেলা তিনটার দিকে আটককৃত চেয়ারম্যানদের নিয়ে গাইবান্ধা সদর থানার দিকে রওনা দেয় পুলিশ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। বিকেল সাড়ে তিনটার দিকে তাদেরকে গাইবান্ধা সদর থানায় আনা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর রহমান তালুকদার বলেন, নিরাপত্তাজনিত কারণে তাদেরকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। এখান থেকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।
Comments