Image description

আফগানিস্তানের দিকে যাওয়া চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের (সিপিইসি) আকার আরও বাড়াতে সম্মত হয়েছে তিন দেশ চীন, পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার দেশ তিনটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ ব্যাপারে একমত হন। এর বাইরেও অর্থনীতিতে নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদারের তাগিদ দেন তারা। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এ নিয়ে এক বিবৃতিও দিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর (এফও)। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বেইজিংয়ে একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকের পর এই ঘোষণা আসে।

এই মুহূর্তে তিনদিনের সফরে বেইজিংয়ে রয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিকে টার্গেট করে ভারতের পরিচালিত অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা চীন সফরে গেলেন। সেখানে আলোচনার পর ইসহাক দার মাইক্রোব্লগিং সাইট এক্সে বলেন, ‘আঞ্চলিক শান্তি, স্থবিরতা ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চায় পাকিস্তান, চীন ও আফগানিস্তান। বৈঠকের ছবিও শেয়ার করেন তিনি। 

এ নিয়ে ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়, ‘তিন পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সংযোগ উন্নীত করার জন্য ত্রিপক্ষীয় সহযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পুনর্ব্যক্ত করেছেন। তারা কূটনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, যোগাযোগ এবং নিজেদের মধ্যে সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে বাণিজ্য, অবকাঠামো ও উন্নয়নকে জোরদার করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছেন।

এ ছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ (বিআরআই) নিয়েও আলোচনা হয়েছে তিন দেশের প্রতিনিধিদের মধ্যে।