Image description

মিয়ানমারের কাচিন রাজ্যের ভামো শহরে মঙ্গলবার দুটি জান্তা হেলিকপ্টার বিধ্বস্ত করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে উত্তর শান এবং কাচিন রাজ্যে এ নিয়ে বিদ্রোহীরা পাঁচটি জান্তা বিমান ভূপাতিত করল।

দ্য ইরাবতির প্রতিবেদন অনুসারে, জান্তার যুদ্ধবিধ্বস্ত ২১তম সামরিক অপারেশন কমান্ড সদর দপ্তরে শক্তি বৃদ্ধি ও সরবরাহ পাঠানো তিনটি হেলিকপ্টারের মধ্যে দুটিতে আঘাত হানা হয়। এর মধ্যে একটি শোয়েগু থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে জঙ্গলে বিধ্বস্ত হয় এবং অন্যটি শহরের কাছে জরুরি অবতরণ করে। 

তবে বুধবার জান্তা সরকার দাবি করেছে, এগুলো 'যান্ত্রিক ত্রুটি'র কারণে ঘটেছে।

কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টায় অতিরিক্ত সেনা পাঠানোর জন্য তিনটি হেলিকপ্টার ২১তম এমওসিতে অবতরণ করছিল। এর মধ্যে দুটিতে আঘাত হানা হয়। তৃতীয়টি কাচিন রাজ্যের রাজধানী মিটকিনায় উড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একজন অপারেশনাল কমান্ডারসহ কমপক্ষে সাত জন জান্তা সেনা নিহত হয়েছেন। ইরাবতী স্বাধীনভাবে এই প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি।

প্রতিরোধ বাহিনীর পোস্ট করা ক্লিপগুলোতে, তিনটি হেলিকপ্টারের মাঝে একটি মাটিতে বিস্ফোরণ এবং আকাশ থেকে সরবরাহ ফেলছিল - এমন আরেকটি হেলিকপ্টারের বিস্ফোরণ দেখা যায়।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, কেআইএ সৈন্যরা একটি জঙ্গলে জ্বলন্ত একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে এবং কাছেই সামরিক পোশাক পরা একটি মৃতদেহ যার গায়ে ক্যাপ্টেনের প্রতীক রয়েছে।

২০২১ সালের মে মাসে জাতিগত সশস্ত্র সংগঠনটি কাচিনের মোমাউক টাউনশিপে একটি 'Mi-35' যুদ্ধ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে। গত বছরের জানুয়ারিতে তারা কাচিনের ওয়াইংমাউ টাউনশিপে একটি 'Mi-17' পরিবহন হেলিকপ্টার এবং উত্তর শান রাজ্যের কুটকাই টাউনশিপে একটি 'FTC-2000 G' জেট ফাইটার ভূপাতিত করে।