Image description

কক্সবাজার সমুদ্র সৈকতের গল্ফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে সাংবাদিক ও এনজিও কর্মী মোহাম্মদ আমিনের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাইফগার্ড কর্মীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মোহাম্মদ আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত জুনু মিয়ার ছেলে এবং দুই শিশু সন্তানের জনক। তিনি দৈনিক “প্রাণের বাংলাদেশ” পত্রিকার উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং রোহিঙ্গা ক্যাম্পে ফ্রেন্ডশিপ নামের এনজিওতে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আমিনের পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের মারসা বাসের একটি টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি বুধবার রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছিলেন। তার ছোট ভাই হিরু জানান, আমিন গত দুই দিন ধরে বাড়ির বাইরে ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে আমিন ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”