Image description

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিক সমাজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার (১০ আগস্ট) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এসব কর্মসূচি পালিত হয়, যেখানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কাপাসিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়ায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রোববার বিকাল ৩টায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন।

বক্তব্য রাখেন সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবু সাঈদ, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন, জাহাঙ্গীর আলম, এস এম লবিব এবং হাজী সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের হত্যা শুধু একজন গণমাধ্যমকর্মীর উপর আক্রমণ নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি হামলা। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতের সাংবাদিক হত্যার কোনোটিরই সুষ্ঠু বিচার হয়নি, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে। আমরা দাবি করছি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করা হোক। অন্যথায়, সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।” তারা তুহিনের পরিবারের নিরাপত্তা ও দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে সাংবাদিকরা সদর রোড প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন।

বাবুগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রোববার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বিমানবন্দর প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, জামায়াতে ইসলামের উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, আমার বাংলাদেশ পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি.এম রাব্বি, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাংবাদিক শাহাবুদ্দিন বাচ্চু, প্রভাষক সাইফুল ইসলাম, আরিফ হোসেন নয়ন, আব্দুল্লাহ মামুন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সোহেল সরদার এবং নাজমুল হক মুন্না।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে সত্য সংবাদ প্রকাশের কারণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। এই হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমরা দাবি করছি, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করা হোক। সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সাগর-রুনিসহ অতীতের সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে এই ধরনের ঘটনা বন্ধ হবে না।”

কসবায় সাংবাদিক ফোরামের মানববন্ধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবা উপজেলা সাংবাদিক ফোরামের (KUSF) উদ্যোগে রোববার বিকাল ৩টায় কসবা পৌর মুক্তমঞ্চ সুপার মার্কেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আশরাফ উজ্জ্বলের সঞ্চালনায় এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়ের সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাছির, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, সাংগঠনিক সম্পাদক শাহপরান, যুগান্তরের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শামিম আহম্মেদ, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহ মোঃ ফুরকানুল ইসলাম এবং দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মিজানুর রহমান দুলাল।

বক্তারা বলেন, “তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকদের উপর হামলা মানে সত্যকে দমন করার চেষ্টা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা। আমরা দাবি করছি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে।”

গোপালগঞ্জে সাংবাদিক সমাজের প্রতিবাদ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে রোববার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ও বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক মোস্তফা জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুবায়ের হোসেন, চ্যানেল এস-এর প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক ভোরের বানীর স্টাফ রিপোর্টার আমিনুজ্জামান রিপন, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সোহাগ সেন এবং গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার।

উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সাংবাদিক আহম্মেদ আলী খান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিনুল হাসান শাহিন, একাত্তর টিভির প্রতিনিধি আজিজুর রহমান রনি, আরটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস এবং এসএ টিভির প্রতিনিধি আজিজুর রহমান টিপু।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। আমরা দাবি করছি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা হোক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, গোপালগঞ্জ থেকে শুরু করে সারাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে।”

মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে রোববার দুপুর ১২টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিনিধি বকশি মিছবাহ উর রহমান, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক সংগ্রামের মোঃ আজাদুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার এম শাহাজাহান আহমদ, দৈনিক দিনকালের সৈয়দ মমশাদ আহমদ, যায়যায়দিনের আব্দুল ওয়াদুদ এবং এশিয়ান টেলিভিশনের মাহবুবুর রহমান রাহেল।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করছি। সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরে, কিন্তু তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”

ধামরাইয়ে প্রতিবাদ সমাবেশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ধামরাইয়ে রোববার বিকাল ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালের কণ্ঠের আবু হাসান, দৈনিক ইনকিলাবের আনিস উর রহমান স্বপন, সমকালের মোখলেছুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের আজহারুল ইসলাম রাজু, আমাদের সময়ের বাবুল হোসেন, দৈনিক মানবকণ্ঠের মো: রুহুল আমিন, প্রতিদিনের বাংলাদেশের মনোয়ার হোসেন রুবেল, মুক্ত খবরের বাবুল হোসেন, আলোকিত বাংলাদেশের রাসেল হোসেন এবং দৈনিক জবাবদিহির আদনান হোসেন।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে হতবাক করেছে। সাংবাদিকরা সমাজের বিবেক, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হবে। আমরা দাবি করছি, হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই হত্যার পেছনে যারা মদদদাতা রয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।”

নেত্রকোনায় সাংবাদিক সমাজের ক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি: রোববার সকাল সাড়ে ১১টায় নেত্রকোনার মোক্তারপাড়ায় সাংবাদিক সমাজের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাংবাদিক ভজন দাস, মনোরঞ্জন সরকার, মীর মনিরুজ্জামান, আজহারুল ইসলাম বিপ্লব, পল্লব চক্রবর্তী এবং শ্যামল সরকার।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের নৃশংস হত্যা শুধু গাজীপুরে নয়, সারাদেশে সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সরকার যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না।”

কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু এবং কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুণ্ড।

বক্তারা বলেন, “দেশে সাংবাদিকদের উপর হামলা, লাঞ্ছনা ও হত্যার হুমকি ক্রমাগত বাড়ছে। তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। আমরা দাবি করছি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

করিমগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রোববার সকাল ১১টায় করিমগঞ্জ উপজেলায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এম এ আউয়াল মুন্না, হাবিবুর রহমান বিপ্লব, মো: ফেরদৌস, সাদেক আহমেদ স্বপন এবং সাজিব রাব্বানী।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। আমরা দাবি করছি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”

ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: রোববার সকাল ১১টায় ইন্দুরকানী বাজারের রূপালী ব্যাংক সড়কে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী এবং সংবাদকর্মী দিবাকর দত্ত পুলিন।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিন দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা ছিলেন। তাকে হত্যার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। আমরা দাবি করছি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

সুন্দরগঞ্জে আহাজারি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার প্রতিনিধি শাহজাহান মিঞার সভাপতিত্বে এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোশাররফ হোসেন বুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি একেএম শামসুল হক, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সুদীপ্ত শামীম, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান এবং অগ্রযাত্রার প্রতিনিধি জয়ন্ত সাহা যতন।

বক্তারা বলেন, “তুহিনের হত্যা গণমাধ্যম ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। আমরা আর কোনো তুহিনের লাশ দেখতে চাই না। সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন।”

মিঠাপুকুরে মানববন্ধন ও সমাবেশ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রোববার দুপুরে মিঠাপুকুর ওভারপাসের নিচে মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান শিমুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, হাফিজুর রহমান এবং আমিরুল কবির সুজন।

বক্তারা বলেন, “সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের উপর হামলা গণতন্ত্রের উপর আঘাত। আমরা দাবি করছি, হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রণয়ন করা হোক।”

কাঠালিয়ায় মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: রোববার কাঠালিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহীদুল আলম, সাংবাদিক খাইরুল আমিন, রনি সিকদার, মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু এবং কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। সাগর-রুনিসহ অতীতের সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা দাবি করছি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

লোহাগড়ায় প্রতিবাদ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: রোববার সকাল ১১টায় লোহাগড়া প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব শিমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি, মারুফ সামদানি, সরদার রইচ উদ্দিন টিপু, মোঃ রিজাউল ইসলাম, ওবায়দুর রহমান এবং মনির খান।

বক্তারা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তুহিনের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে জাতির সামনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”

পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: রোববার সকাল সাড়ে ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন দৈনিক সংলাপের জেলা প্রতিনিধি নুরুদ্দিন মন্ডল দুলাল, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ, দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল এবং দৈনিক আজকের খবরের উপজেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা ও হত্যা গণতান্ত্রিক সমাজের জন্য মারাত্মক হুমকি। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতা বিপন্ন হবে।”