Image description

সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীতে ভারতীয় পণ্যবাহী নৌকার আঘাতে পানিতে ডুবে নিখোঁজ  বিজিবি সদস্য মাসুম বিল্লাহ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজে ২৪ ঘন্টা পর রোববার (১০ আগস্ট) বিকাল সোয়া  ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার নদীর তলদেশ থেকে স্থানীয় ডুবুরি দল তার নিথর দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার হয়। 

এর আগে, গতকাল শনিবার (৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় অস্ত্রসহ পানিতে ডুবে নিখোঁজ হয় ওই বিজিবি সদস্য মাসুম বিল্লাহ । 

বিজিবি জানায়, শনিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দু'জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহি মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে রাতভর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ, বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় রোববার (১০ আগস্ট) বিকাল সোয়া ৫ টার নিখোঁজ সিপাহীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক পানিতে ডুবে নিখোঁজ বিজিবির সদস্য সিপাহী মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সংস্থা ও ব্যক্তিবর্গের প্রতি বিজিবি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।একইসাথে  কর্তব্যরত অবস্থায় চরম দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের জন্য সিপাহী মাসুম বিল্লাহকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।