Image description

আগামী ২৪ আগট থেকে টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে 'বিগ বস' সিজন ১৯। এবারের এই সিজনে থাকবে এবশ কিছু চমক। যা একের পর এক সামনে আসছে। এবার সামনে এল আরও এক বিশেষ চমক। শোনা যাচ্ছে, এবার নাকি 'বিগ বস'র ঘরে দেখা যাবে পহেলগাঁও হামলায় নিহত নৌবাহিনী কর্মকর্তা বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালকে।

এনডিটিভি থেকে জানা যায়, নির্মাতারা এমন কিছু প্রতিযোগী নিতে চান যারা দর্শকদের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করতে পারবেন। সেই ভাবনা থেকেই হিমাংশিকে বিবেচনা করা হচ্ছে। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত ঘোষণা আসেনি। অন্যদিকে, কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দাবি করছে যে হিমাংশিকে আসলে যোগাযোগই করা হয়নি এবং তিনি শোতে থাকছেন না।

উল্লেখ্য, ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছিলেন হিমাংশী ও বিনয়। জম্মু-কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এর পরপরই তাঁরা দু'জন। সেখানে বৈসরনে জঙ্গি হামলার পর প্রাণ হারান বিনয়। হিমাংশী এই শোয়ে অংশ নিলে ওই ঘটনার অজানা অনেক তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।