
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা (কেজেএফডি)-এর দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৫-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে এরফানুল হক নাহিদ সভাপতি এবং জাহাঙ্গীর কিরণ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আজিজুল হক এরশাদ এবং নির্বাচন কমিশনার মহসীন আল আব্বাস নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সিনিয়র সহসভাপতি হামিদ মোহাম্মদ জসিম, সহসভাপতি মুস্তাফিজুর রহমান বিপ্লব, শফিক বাশার, সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, শফিকুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, কোষাধ্যক্ষ মোঃ এনায়েতুল্লাহ, দপ্তর সম্পাদক যোবায়ের আহসান জাবের, প্রচার সম্পাদক মোবারক আজাদ, জনকল্যাণ সম্পাদক গোলাম রসূল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম শাহীন আরিফিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক ড. দীপু সিদ্দিকী এবং নারী বিষয়ক সম্পাদক মুশরেকা জাহান মনা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল খোকন, শফিউল আলম দোলন, মনজুরুল আলম আঙ্গুর, আসলাম আকন্দ, জান্নাতুল ফেরদৌস পান্না, আবুল হাছান, সিফ্রাত মোশারফ, মোশতাক আহমেদ লিটন, জহিরুল ইসলাম জাবেদ ও মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও, পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন বিদায়ী সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু।
Comments