Image description

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার রাত সাড়ে ৮টায় নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। 

ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল নয়াপল্টনে অবস্থান নেয়। পল্টন মডেল থানাধীন রয়েল ক্রিস্টাল গাড়ির শোরুমের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।