Image description

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তারসার গ্রামে ড্রাগন ফলের ক্ষেত রক্ষায় দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শাহাদত হোসেন (৪৫) নামে এক কৃষক ও তার গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইকতার হোসেন নামে আরেক কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় পল্লী চিকিৎসক মশিউর রহমান জানান, তারসার গ্রামের একটি ড্রাগন ফলের বাগান রক্ষার জন্য মালিক আজিজুল হক ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেন ও ইকতার হোসেন জমি চাষ করতে মাঠে যান। চাষের সময় গরুর পায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে গেলে গরুটি পড়ে যায়। গরুটি তুলতে গিয়ে শাহাদত ও ইকতার বিদ্যুতায়িত হন। এতে শাহাদত ও তার গরু ঘটনাস্থলেই মারা যায়, এবং ইকতার গুরুতর আহত হন। আহত ইকতারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।”