Image description

সরকার একযোগে ঢাকাসহ ১৯টি জেলার ৪১ জন জেলা জজসহ মোট ২৩০ জন বিচারককে বদলি করেছে। এই ব্যাপক রদবদলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারক রয়েছেন। এই পদক্ষেপ বিচারিক প্রশাসনে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা।

বদলি করা এসব জেলা ও দায়রা জজকে আগামী ২৮ আগস্টের মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এই দ্রুত পরিবর্তন বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।