Image description

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামী ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের যুক্তিতর্ক শেষে এই তারিখ ঘোষণা করেন।

গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ জানুয়ারি ২ কোটি ৮৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। ওই বছরের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি মামলার বিচার শুরুর আদেশ হলেও, একই বছরের ৬ আগস্ট হাইকোর্ট বিচারিক কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর ফলে দীর্ঘ সময় ধরে মামলাটির কার্যক্রম বন্ধ ছিল।

২০২২ সালের ৩ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে রুল খারিজ করে দেন। একই সঙ্গে তারা দ্রুত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেন। এরপর পুনরায় বিচার কার্যক্রম শুরু হয়।

মামলার বিচার চলাকালীন, ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।