Image description

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আগামী ১৪ আগস্ট ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের এই দিন ধার্য করেন।

আদালতে জামিনে থাকা এই দুই আসামি উপস্থিত ছিলেন। দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিদের সর্বোচ্চ সাজার আবেদন জানান। তবে আসামিপক্ষের আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূঁইয়া যুক্তিতর্কের জন্য সময় চেয়েও পাননি।

২০২০ সালের ৪ আগস্ট দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলে থাকা ও কেনাকাটা বাবদ প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা খরচ করেছেন, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।

এছাড়া, তারা বিভিন্ন ব্যাংকে টাকা জমা রেখেছেন, বাসা ভাড়া দিয়েছেন এবং গাড়িসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামীকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের বাসা থেকে নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং ২২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং মুদ্রা পাচারের অভিযোগে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল।

এর মধ্যে গত ২৫ মে অর্থ পাচারের একটি মামলায় পাপিয়ার চার বছরের কারাদণ্ড হয়। তবে তার স্বামীসহ অন্য আসামিরা খালাস পান।