
অপারেশন সিঁদুর শেষ হওয়ার তিন মাস পর ভারতের বিমানবাহিনীর প্রধান দাবি করেছেন যে, তারা পাকিস্তানের ৬টি বিমান ভূপাতিত করেছেন। এর জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই দাবিকে 'মিথ্যা, হাস্যকর ও সত্য থেকে বহু দূর' বলে অভিহিত করেছেন।
শনিবার নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে খাজা মোহাম্মদ আসিফ বলেন, তিন মাস পর এমন দাবি অবিশ্বাস্য এবং অসময়ের। তিনি দাবি করেন, পাকিস্তানের একটিও বিমান ধ্বংস হয়নি। বরং পাকিস্তানই রাফায়েলসহ ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও মানববিহীন বিমান ধ্বংস করা হয়েছে এবং কয়েকটি ভারতীয় বিমানঘাঁটি অকেজো করে দেওয়া হয়েছে।
আসিফ দুই দেশের যুদ্ধবিমানের তালিকা স্বাধীনভাবে যাচাই করার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুযোগ দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, মিথ্যার মাধ্যমে যুদ্ধ জেতা যায় না; জয় কেবল নৈতিক কর্তৃত্ব, জাতীয় সংকল্প এবং পেশাদার দক্ষতার মাধ্যমেই সম্ভব।
এর আগে শনিবার ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেন, মে মাসের সংঘর্ষে ভারত পাকিস্তানের পাঁচটি ফাইটার জেট এবং আরেকটি সামরিক বিমান ভূপাতিল করেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের বেশিরভাগ বিমান ভারতের এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। পাকিস্তানের বিমান ক্ষয়ক্ষতি নিয়ে এটিই ভারতের প্রথম আনুষ্ঠানিক দাবি।
Comments