খুলনায় ট্যাঙ্কলরি-মাহিন্দ্রা সংঘর্ষে দুই মাদরাসা শিক্ষকসহ নিহত ৩

খুলনায় মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মাদরাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহিন্দ্রাচালক কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের আনসার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫৫), একই উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মতিউর রহমান সানার ছেলে মহিনুর ইসলাম (৩৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত নূর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫০)।
এছাড়া আহত চারজন হলেন, মইনুল ইসলাম গাজী, ইউনুস ও মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত করেন খর্ণিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল। নিহত মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কয়রা উপজেলা থেকে মাহিন্দ্রাতে ( খুলনা-থ-১১-০১৭৫) কয়েকজন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশে রওনা দেন। অপরদিকে খুলনা থেকে মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি (যশোর -ড-৪১-০০০৪) সকাল সোয়া ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনানামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালকসহ তিনজন নিহত হয়। এছাড়া দুুর্ঘনায় মাহিন্দ্রার আরো ৪ জন যাত্রী আহত হয়।
এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল বলেন, জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
Comments