
চলতি সপ্তাহেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাড়ে ১৩ হাজারের বেশি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান । তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “বর্তমানে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই। নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল, সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, “আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। তাতে চলতি আগস্ট মাসেই, অর্থাৎ আগামী সাতদিনের মধ্যে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমবে।”
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন, শুধু হাওরাঞ্চল বা চরাঞ্চল নয়, দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার শিক্ষকরা শহরে বদলি হতে চান। এর ফলে বদলি ও তদবিরের চাপ বাড়ে, যা প্রাথমিক শিক্ষার জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি করে। তিনি বলেন, এটি মূলত একটি সামাজিক ও রাজনৈতিক সমস্যা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান।
Comments